মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে  দালালসহ ২৮ জন আটক

প্রকাশিত: 10/05/2021

ঝিনাইদহ প্রতিনিধিঃ

মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে  দালালসহ ২৮ জন আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় দালাল সহ ২৮ জনকে আটক করেছে বিজিবি। আজ সোমবার ভোরে মাটিলা ও সামন্তা সীমান্ত থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১৭ জন নাটোর, ১ জন লক্ষ্মীপুর ও ১ জন বরিশাল জেলার বাসিন্দা। তাদেরকে সহযোগিতার দায়ে মহেশপুরের সেজিয়া গ্রামের দালাল সাদ্দাম হোসেনকে আটক করা হয়েছে। মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে.কর্নেল কামরুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তেতে সীমান্তের গয়েশপুর বিওপির বিজিবি সীমান্তের মাটিলা থেকে ১৯ জন ও সামন্তা থেকে ৮ জন ও সেজিয়া থেকে ১ জন দালালকে আটক করা হয়। আটককৃতরা সবাই বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ঢুকে পড়ে। তাদেরকে মহেশপুর সোপর্দ্দ করাসহ আটককৃতদের   বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত সবাইকে হোমকোয়ারেন্টাইনে রাখা প্রয়োজন বলেও তিনি জানান।

আরও পড়ুন

×