প্রকাশিত: 11/05/2021
যশোরের বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী সীমান্তের অভয়বাশ এলাকা থেকে আজ মঙ্গলবার (১১ মে) ভোরে পরিত্যক্ত অবস্থায় ৫ টি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য'রা। এসময় তারা কোন পাচারকারীকে আটক করতে পারেনি ।
২১ বিজিবি পুটখালী ক্যাম্প কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান, অস্ত্র পাচারের গোপন খবরে অভিযান চালিয়ে এ চালানটি উদ্ধার করা হয়।
এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত অস্ত্র বেনাপোল পোর্ট থানায় জমা দেয়া হয়েছে।