প্রকাশিত: 12/05/2021
লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনার ভাঙন ও আগুনে পোড়া ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের সামনে এ চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক আনোয়ার হোসেন আকন্দ। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারী, উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী, সহকারি কমিশনার (ভূমি) পুদম পুষ্প চাকমা, ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর ও মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার রক্সি। এ সময় মেঘনার ভাঙনে ৫০ পরিবারকে ৫হাজার টাকার চেক, আগুনে পোড়া ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে ১০হাজার টাকার চেক ও প্রধান মন্ত্রীর ত্রান তহবিল থেকে ৫০ পরিবারকে নগদ ৫শ’ টাকা করে নগদ টাকা প্রধান করা হয়।