প্রকাশিত: 13/05/2021
ঝিনাইদহের মহেশপুর সীমান্তের আজ সকালে ৫৮ বিজিবি এক মাদক বিরোধী অভিযান চালিয়ে লড়াইঘাট থেকে ৩২ বোতল, নবদুর্গাপুর পান বোরজের ভিতর থেকে ৭২ বোতল, মাধবখালী গ্রামের মাঠ থেকে ৭৫ বোতল ও আকন্দবাড়িয়ার মাইজপাড়ার একটি বাশ বাগান থেকে ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। বিজিবির অভিযান বুঝতে পেরে চোকারবারিরা এসব মদ ফেলে রেখে পালিয়ে যায়।৫৮ বিজিবির অধিনায়ক লে.কর্নেল কামরুল আহসান বলেন গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালন করা হয় । মাদক বিরোধী অভিযানে কারো গ্রেফতার করতে না পারলেও ২১৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।