১৬ মে’র পর থেকে আবারো ৭ দিনের লকডাউন !

প্রকাশিত: 13/05/2021

ডে-নাইট নিউজ

১৬ মে’র পর থেকে আবারো ৭ দিনের লকডাউন !

 

আবারো বাড়ছে লকডাউন, করোনা সংক্রামন ঠিকাতে আগামী ১৬ মে পর থেকে আরেক দফা ৭ দিনের লকডাউন বাড়ানো হবে বলে জানিয়েছেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোঃ ফরহাদ হোসেন। আজ বৃহস্পতিবার তিনি গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

দেশে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া যাওয়া দেশ ঝুকির মধ্যে পড়তে পারে বলে সরকার এই কঠোর  সিদ্ধান্ত নিয়েছে।

দেশে গত ৫ এপ্রিল থেকে শুরু করে এখনও পর্যন্ত লকডাউন চলমান আছে। ঈদকে সামনে রেখে হাজার হাজার মানুষ স্বাস্থ্যবিধি না মেনে ঢাকা  ছেড়ে যাচ্ছে নিজ নিজ গন্তব্য আর সেজন্য করোনা ঝুকিঁ বৃদ্ধি পাওয়ার সম্ভনা  রয়েছে ব্যাপক ।

 

আরও পড়ুন

×