প্রকাশিত: 17/05/2021
লক্ষ্মীপুর জেলার অন্তর্গত কমলনগর উপজেলার চর লরেন্স বাজারে আজ (সোমবার) মাগরিবের নামাজের পর মুসলমানদের প্রথম কিবলা আল-আকসায় হামলা ও ফিলিস্তিনের মুসলমানদের উপর ইজরায়েলের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে সর্বস্তরের তাওহীদি জনতার ব্যানারে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, কমলনগর উপজেলার আওতাধীন বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসলমান মানুষ। মিছিলটি চর লরেন্স কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ হতে শুরু হয় বাজারের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে ফরাসগঞ্জ আলিম মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে শেষ হয় । উক্ত বিক্ষোভ থেকে ইসরাইলি পণ্য বয়কট এর বিভিন্ন স্লোগান দেয়া হয়। যেমন:- মুসলমানের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নেতানিয়াহুর দুই গালে জুতা মারো তালে তালে, ফিলিস্তিনিদের ভয় নাই আমরা আছি লাখো ভাই সহ বিভিন্ন ধর্মী স্লোগান।