লক্ষ্মীপুরে কেন্দ্রীয় আঃলীগ নেত্রী ফরিদুন্নাহার লাইলীর পক্ষে খাদ্যসামগ্রী বিতরণ

লক্ষ্মীপুরে কেন্দ্রীয় আঃলীগ নেত্রী ফরিদুন্নাহার লাইলীর পক্ষে খাদ্যসামগ্রী বিতরণ

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক,সাবেক এমপি বেগম ফরিদুন্নাহার লাইলীর পক্ষ থেকে (আজ সোমবার) লক্ষ্মীপুরের রামগতিতে করোনা মহামারীতে বিপর্যস্ত আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীদের মাঝে ত্রান (খাদ্য সামগ্রী) বিতরণ করা হয়। উপজেলার চররমিজ ইউনিয়নে রামগতি উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি ড. আশ্রাফ আলী চৌধুরী সারুর বাস ভবনে এক অনুষ্ঠানে এই ত্রান বিতরণ করেন। ত্রান বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামগতি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি ড. আশ্রাফ আলী চৌধুরী সারু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগে কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মতলব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় আওয়ামীলীগের কৃষি উপকমিটির সহসম্পাদক আব্দুল্লাহ আল মামুন,চরআলগী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনু,চরপোড়াগাছা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মেম্বার ও চরবাদাম ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি জামাল উদ্দীন আপেল সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় চার শতাধিক নেতাকর্মীর মাঝে খাদ্য সমগ্রী বিতরন করা হয়।
 

আরও পড়ুন

×