প্রকাশিত: 18/05/2021
প্রতিবেশী দেশ ভারতে ভয়াবহ করোনা সংক্রমণ পরিস্থিতিতে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সরকার। দ্বিতীয় চালানে ১০ কোটি টাকা মূল্যের করোনা প্রতিরোধক সামগ্রী উপহার দিলেন বাংলাদেশ সরকার। মঙ্গলবার (১৮ মে) বিকেলে দ্বিতীয় দফায় বাংলাদেশ সরকার ভারতকে চারটি ট্রাকে ২ হাজার ৬৭২ কার্টুনে ১৮ ধরনের বিভিন্ন ঔষধ ও হ্যান্ড স্যানিটাইজার দিয়েছে।
কলকাতায় নিযুক্ত বাংলাদেশ ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান বলেন, বাংলাদেশ সরকার ও জনগণনের পক্ষথেকে ভারত সরকার ও জনগণনের জন্য দ্বিতীয় চালানে ৪ট্রাক মেডিকেল সরঞ্জাম ভারত সরকারের কাস্টম ও তাদের প্রতিনিধিদের হাতে তুলে দিয়েছি। এসময় উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনের কাউন্সিলর (শিক্ষা ও ক্রিড়া) রিয়াজুল ইসলাম, ভারতীয় কাস্টমসের ডেপুটি কমিশনার শিব সাগর, সহকারী কমিশনার (সহকারী কমিশনার) অনিত জায়ানসহ বেনাপোল বন্দর কতৃপক্ষ, বিজিবি ও বিএসএফ সদস্য'রা।