সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবীতে রিপোর্টার্স ইউনিটি মহেশখালীর মানববন্ধন

প্রকাশিত: 18/05/2021

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবীতে রিপোর্টার্স ইউনিটি মহেশখালীর মানববন্ধন

স্বাস্থ্য অধিদপ্তরে পেশাগত দায়িত্ব পালণকালে প্রথম আলো পত্রিকার অনুসন্ধানি সাংবাদিক রোজিনা ইসলামের উপর নির্যাতন-নিপীড়নের পর মিথ্যা মামলায় কারাগারে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে রিপোর্টার্স ইউনিটি মহেশখালী শাখা। 

১৮ মে বিকেল ৪টায় মহেশখালী উপজেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকরা এ মানববন্ধন করেন।

এসময় বক্তারা বলেন, গণমাধ্যম গণমানুষের কথা বলে। তাই গণমাধ্যমের স্বাধীনতা দিতে হবে। কিন্তু তা না করে নিজেদের দুর্নীতি ঢাকতে পরিকল্পিত ভাবে সংবাদ সংগ্রহের কাজে গেলে রোজিনা ইসলামকে ফাঁসানো হয়েছে। এতে করে সাংবাদিকতার ভবিষ্যত শঙ্কায় পড়েছে। রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি না দিলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষনা দেন তারা।

এতে বক্তব্য রাখেন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এস. এম. রুবেল, সাংগঠনিক সম্পাদক ফারুক ইকবাল, কবি ও সাংবাদিক জাহিদ সরওয়ার, শিক্ষক ও সাংবাদিক আমিনুল হক, সাংবাদিক আজিজ সিকদার, ছৈয়দ মোস্তবা আলী, বশির উল্লাহ, একে রিফাত।

এসময় আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক আ ন ম হাসান, কাইমুল ইসলাম ছোটন, কাইছারুল ইসলাম, সাদেতুল মোস্তফা, মফিজ উদ্দীন, ইশরাত মোহাম্মদ শাহজাহান, শেখ আব্দুল্লাহ, আসহাব উদ্দিন সহ প্রমূখ।

আরও পড়ুন

×