করোনা দেশে আজ ৩৬ জন মারা গেছে ,নতুন শনাক্ত ১৪৫৭ জন!

প্রকাশিত: 20/05/2021

ডে-নাইট নিউজ

করোনা দেশে আজ ৩৬ জন মারা গেছে ,নতুন শনাক্ত ১৪৫৭ জন!

করোনাভাইরাসে দেশে আজ ৩৬ জন মারা গেছে আর নতুন শনাক্ত ১৪৫৭ জন। এই নিয়ে দেশে মোট ১২ হাজার ২৮৪ জনের মৃত্যু হয়েছে । মোট শনাক্ত ৭ লাখ ৮৫ হাজার ১৯৪ জন। গত ২৪ ঘন্টা মোট ১৯ হাজার ৪৩৭টি পরিক্ষায়  ১৪৫৭ জন রোগী শনাক্ত  হয়।

আজ স্বাস্থা  অধিদপ্তরের  এক  প্রেস বিফিং এ তথ্য জানানো হয়।  তাছাড়া একই দিনে ১,৩৭৮ জন সুস্থ হয়েছেন ।  দেশে মোট  সুস্থ  হয়েছেন ৭ লাখ ২৭ হাজার ৫১০ জন।

 

আরও পড়ুন

×