প্রকাশিত: 21/05/2021
সচিবালয়ে প্রথম আলোর জেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে আটকে রেখে নির্যাতন, মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদসহ সারাদেশে চলমান সাংবাদিকদের ওপর হামলা-মামলার প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
গতকাল শুক্রবার ফুলবাড়ী পৌরশহরের কাটাবাড়ীস্থ ফুলবাড়ী প্রেসক্লাবের সম্মুখ সড়কে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন সাংবাদিকরা।
মানববন্ধন চলাকালিন আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু। এতে সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য বর্তমান অন্যতম কার্যনির্বাহী সদস্য চন্দ্রনাথ গুপ্ত, কার্যনির্বাহী সদস্য মো. আব্দুল কাইয়ুম, জ্যেষ্ঠ সহ সভাপতি হারুনুর রশিদ, সহ সভাপতি প্রভাষক আজিজুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু, কোষাধ্যক্ষ আনন্দ কুমার গুপ্ত, তথ্য ও প্রযুক্তি সম্পাদক প্লাবন শুভ, সাংস্কৃতিক সম্পাদক মোশাররফ হোসেন, কার্যনির্বাহী সদস্য আশরাফ পারভেজ, আল মামুন, সদস্য মকছেদুল সরকার মুকুল, মোস্তাক আহমেদ, শহিদুল ইসলাম পরেশ গুপ্ত, জাহাঙ্গীর হোসেন, মোকাররম হোসেন প্রমুখ।
শেষে এক প্রতিবাদ মিছিল পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।