প্রকাশিত: 21/05/2021
রাজধানী কুড়িলে পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। কুড়িলে অবস্থিত ক্লাসিক গার্মেন্টস ১৫ জন শ্রমিককে বিনা নোটিশে চাকুরিচ্যুত করার প্রতিবাদে আজ সকাল সাড়ে ৯টার দিকে এই শ্রমিকরা কুড়িল বিশ্বরোড সড়ক অবরোধ করে। তাদের সাথে গার্মেন্টস আরো বেশ কিছু শ্রমিক এই অবরোধে যোগ দেয়।
তাদের বাদি বিনা নোটিশে চাকুরিচ্যুত করেছে তাই অবিলম্বে মালিকপক্ষ যেন তাদের ১৫ জন সহকর্মীকে যেন পূনরায় চাকরিতে বহাল করে। না হলে তারা আন্দোলন কর্মবিরতী চালিয়ে যাবে বলে জানান।
ভাটার থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, সকাল সাড়ে নয়টা দিকে কুড়িল চৌরাস্তায় ক্লাসিক গার্মেন্টসের শ্রমিকরা রাস্তা বন্ধ করে এই অবরোধ করেন। অবরোধকারী শ্রমিকদের সাথে কথা বলে জানা যায় বিনা নোটিশে চাকুরিচ্যুত করেছে মালিক পক্ষ তাই তারা আন্দোলন অবরোধ করছে।
এসআই রফিকুল ইসলাম আরো বলেন, মালিক গার্মেন্টস কারখানাটি বন্ধ রেখেছে তাই আপাতত শ্রমিকদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।