প্রকাশিত: 23/05/2021
মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিষ্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি।এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় বক্তব্য রাখেন, সংগঠনটির জেলা শাখার সভাপতি নাসরিন বেগম, সহ-সভাপতি তাইফুর রহমান, সাধারণ সম্পাদক জামির হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু সেলিম, অর্থ সম্পাদক রকিবুজ্জামানসহ অন্যান্যরা। বক্তারা, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করনের পাশাপাশি মাদরাসায় প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় অর্থ বরাদ্দের দাবী জানান।