স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত

প্রকাশিত: 23/05/2021

ঝিনাইদহ প্রতিনিধিঃ

স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত

মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিষ্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করনের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি।এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় বক্তব্য রাখেন, সংগঠনটির জেলা শাখার সভাপতি নাসরিন বেগম, সহ-সভাপতি তাইফুর রহমান, সাধারণ সম্পাদক জামির হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু সেলিম, অর্থ সম্পাদক রকিবুজ্জামানসহ অন্যান্যরা। বক্তারা, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করনের পাশাপাশি মাদরাসায় প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় অর্থ বরাদ্দের দাবী জানান।

আরও পড়ুন

×