ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান সন্ত্রাসী হামলার শিকার  আহত ৩ গ্রেফতার ২

প্রকাশিত: 24/05/2021

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহে ইউপি চেয়ারম্যান সন্ত্রাসী হামলার শিকার   আহত ৩ গ্রেফতার ২

ঝিনাইদহ কোটচাঁদপুর উপজেলার মেইন বাসস্ট্যান্ড চত্বরে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন বলুহার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মতিন ও তার ছেলে হৃদয়।পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে লিমন হোসেন ও জাহাঙ্গীর আলম নামে দুইজনকে আটক করে।জানা গেছে, বলুহর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন সম্প্রতি গ্রামের একটি হেরিং রাস্তার কাজ শুরু করে। ওই রাস্তার ছবি উঠিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক লিমন তার ফেসবুক আইডিতে অশালীন মন্তব্য করে। সেটি দেখার পর বলুহর বাসস্ট্যান্ডে চেয়ারম্যানের ছেলে হৃদয় আহম্মেদের সাথে লিমনের তর্কবিতর্ক হয়। এ সময় লিমন তার সহযোগী জাহাঙ্গীর আলম ও তার দলবল নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ইউনিয়ন পরিষদে গিয়ে অতর্কিত হামলা চালায়।দাপ্তরিক কাজে ব্যস্ত থাকা চেয়ারম্যান আব্দুল মতিনকে তারা হাতুড়ি পেটা করে মাথা ফাটিয়ে দেয়। খবর পেয়ে চেয়ারম্যানের ছেলে হৃদয় ঘটনাস্থলে গিয়ে জাহাঙ্গীর নামে লিমনের সহযোগীকে পিটিয়ে আহত করে। পরে হৃদয়কেও পিটিয়ে আহত করে লিমন হোসেন। এ ঘটনায় উভয় পক্ষের ৩ জন আহত হন।আহত চেয়ারম্যানের মেয়ে জানান, আমার বাবা এবং আমার ভাইকে দুপুরে অতর্কিত ও পরিকল্পিতভাবে মেরে ফেলার জন্য সন্ত্রাসী হামলা চালায়। তিনি আরো বলেন কোটচাঁদপুরে মাদক, জুয়া ব্যবসায়ী সন্ত্রাস লিমন আমার বাবাকে মেরে ফেলতে চাইছিল। এছাড়াও লিমন সন্ত্রাসী ছাড়াও আলামিন, রাহুল আরো অনেকে আমার বাবার উপর হামলা চালায়।ইউপি চেয়ারম্যানের মেয়ে তার বাবার উপর যারা হামলা চালিয়েছে তাদের উপযুক্ত শাস্তি দাবি জানিয়েছে।স্থানীয়দের কাছ থেকেও জানা যায়, আব্দুল মতিন উপর সন্ত্রাসী হামলা চালিয়ে আহত করা হয়েছে। এরা সবাই ক্ষমতাসীন দলের সদস্য। এবিষয়ে কোটচাঁদপুর সার্কেল এসপি  জানান,  হামলা সম্পর্কে শুনার সাথে সাথে সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়েছে ,মামলা হলে তদন্ত সাপেক্ষে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।  অন্যায়কারী যত বড়ই ক্ষমতাশালী হোক না কেন রেহাই পাবেন না আইন অনুযায়ী শাস্তি প্রদান করা হবে।

আরও পড়ুন

×