প্রকাশিত: 25/05/2021
লক্ষ্মীপুর জেলার অন্তর্গত কমলনগর উপজেলার মেঘনার পাড়ে ভরদুপুরেই চলছে নদীপারের মাটি পাচার কার্যক্রম। কমলনগর উপজেলার নবীগঞ্জ এলাকায় এই ঘটনা সচরাচর হয়েই যাচ্ছে। যার ফলে উর্বর ফসলি জমি নষ্ট এবং নদী ভাঙ্গন প্রক্রিয়া গতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে।তবে দেখার যেন কেউ নেই।
বিভিন্ন সূত্রে জানা যায়, এলাকার কিছু স্থানীয় প্রভাবশালী এই মাটিগুলো কমল নগরের বিভিন্ন ইটভাটায় পাচার করছে। কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিষেধাজ্ঞা সত্বেও হরহামেশাই চলছে এমন কার্যক্রম। প্রসঙ্গত, গত কয়েকদিন পূর্বে ও কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিযান পরিচালনা করে কয়েকটি অবৈধ ট্রাক্টর ও মাটি কাটার ভেকু মেশিন জব্দ করে। তার পরেও থামানো যাচ্ছে না প্রভাবশালীদের এমন কার্যক্রম।এমতাবস্থায় এলাকার মানুষজন জানান, এভাবে অবৈধ মাটিকাটার কারণে নদী ভাঙ্গার প্রবণতা বেড়ে যাচ্ছে। এমন কার্যক্রম রোধে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন তারা। পাশাপাশি দোষীদের বিচারের দাবি করছেন।