প্রকাশিত: 25/05/2021
যশোরের বেনাপোল ধান্যখোলা গ্রামে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মোঃ রায়হান উদ্দিন মিলন (৪০) নামে এক জনকে গ্রেপ্তার করে বেনাপোল পোর্ট থানার পুলিশ। মোঃ রায়হান উদ্দিন মিলন ৪নং ঘিবা গ্রামের মীর কাশেমের ছেলে।
পুলিশ জানায়, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন খান এর নেতৃত্বে এসআই(নিঃ)/ মোঃ মাসুম বিল্লাহ, এসআই(নিঃ)/ শফি আহমেদ রিয়েল সহ বেনাপোল পোর্ট থানার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে (২৪ মে) রাত ১০.৪৫ ঘটিকায় বেনাপোল পোর্ট থানাধীন ধান্যখোলা গ্রামস্থ হাই স্কুলের পিছন হতে মোঃ রায়হান উদ্দিন মিলন (৪০) কে ১০কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়েছে (যার বর্তমান অনুমান মূল্য তিন লক্ষ টাকা)
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাজাঁসহ মাদক বিক্রেতা মোঃ রায়হান উদ্দিন মিলনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার মাদক বিক্রেতা মোঃ রায়হান উদ্দিন মিলনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।