প্রকাশিত: 26/05/2021
দিনাজপুর-৫ আসনে (ফুলবাড়ী-পার্বতীপুর) লাগাতার সাতবার জাতীয় সংসদ নির্বাচিত হওয়ায় সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি’কে দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে।
গতকাল বুধবার বেলা ১১টায় দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রেসক্লাবের সাংবাদিকরা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি’কে সম্মাননা প্রদান করেন।
আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু। এতে প্রেসক্লাবের কার্যকরী সদস্য আশরাফ পারভেজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু।
এছাড়াও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি প্রভাষক আজিজুল হক সরকার, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সাংগঠনিক সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু, কার্যনির্বাহী সদস্য দৈনিক দেশ মা’র প্রকাশক শিল্পপতি রাজু কুমার গুপ্ত প্রমুখ।।
এতে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি হারুনুর রশিদ, সহ-সভাপতি মিজানুর রহমান, সহ সাধারণ সম্পাদক হারুন উর রশিদ, তথ্য প্রযুক্তি সম্পাদক প্লাবন শুভ, সহ সাংগঠনিক সম্পাদক রাশেদুজ্জামান, দফতর সম্পাদক আল আমিন, সাংস্কৃতিক সম্পাদক মোশাররফ হোসেন, মহিলা সম্পাদক প্রভাষক আফরোজ জাহান, কার্যনির্বাহী সদস্য আব্দুল কাইয়ুম, আল মামুন, সদস্য মোস্তাক আহম্মদ, ধীমান চন্দ্র সাহা, মোকাররম হোসেন, জাহাঙ্গীর হোসেন, আব্দুল মতিন, সোহাগ কিবরিয়া প্রমুখ।