প্রকাশিত: 29/05/2021
ঝিনাইদহের মহেশপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার লাঠির আঘাতে মৃত্যু হলো মনসুর আলী পাটোয়ারী নামের এক কৃষকের। সংঘর্ষের সময় ভাজিজাদের লাঠির আঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ২ ফুফু ও ছোট চাচা। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মারা যান মনসুর আলী।নিহত মনসুর আলী পাটোয়ারী উপজেলার নাটিমা কুরিপোল গ্রামের আবদুর রহিম পাটোয়ারীর ছেলে। জানাগেছে, গত রবিবার(২৩ মে) মহেশপুর উপজেলার নাটিমা কুরিপোল গ্রামের আবদুর রহিম পাটোয়ারী এর ওয়ারিশদের মাঝে জমি নিয়ে দীর্ঘদিন ধরে চলা বিরোধের এক পর্যায়ে বিরোধীয় সম্পত্তিতে মহরম আলী ঘর তুলতে গেলে আমেনা খাতুন বেবি ও রোজিনা খাতুন বাধা প্রদান করতে গেলে ভাতিজা শাকিব (২৯) ও সজীব (২৪) তাদের হাতে থাকা বাঁশের আগায় বিয়ারিং বাধা লাঠি দিয়ে আঘাত করে রক্তাক্ত করে, পরে মনসুর আলী ও মোজাম পাটোয়ারী সেখানে গেলে তাদেরকেও ব্যাপক মারপিট করে আহত করে।স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে আমেনা খাতুন যশোর কুইন্স হাসপাতালে ভর্তি রয়েছেন।জানাগেছে,এই ঘটনায় মামলা হলেও পুলিশ কোন আসামিকে এখনও গ্রেফতার করতে পারেনি।হত্যা মামলা এখন পুরোপুরি মার্ডারে রুপ নিয়েছে।এই বিষয়ে মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, গত কয়েকদিন আগেই মামলা হয়েছে। পুলিশ আসামি ধরতে অভিযান অব্যাহত রেখেছে।