প্রকাশিত: 29/05/2021
লক্ষ্মীপুর কমলনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব( ১৭) বালক ২০২১ এর খেলা উদ্বোধন করা হয়।
২৯ মে (শনিবার ) বিকেলে উপজেলার হাজিরহাট সরকারি মিল্লাত একাডেমি মাঠে হাজির হাট ইউনিয়ন বনাম চর কাদিরা ইউনিয়নের মধ্যেকার খেলা দিয়ে গোল্ডকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদে চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, উপজেলা প্রাণী সম্পদ কর্মকতা ডাঃ আক্তারুজ্জামান, হাজির হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন,চর লরেঞ্চ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান উল্ল্যাহ হিরনসহ আরো অনেকে।
উক্ত খেলায় ২-১ গোলে হাজির হাট ইউনিয়ন বিজয় লাভ করে।উক্ত গোল্ড কাপ টুর্নামেন্ট পর্যায়ক্রমে উপজেলার নয়টি ইউনিয়ন মধ্যে অনুষ্ঠিত হবে।