প্রকাশিত: 30/05/2021
রামু উপজেলা চা বাগান ৩০/০৫/২০২১ তারিখ সকাল অনুমান ১২:১০ ঘটিকার সময় বিগত সাত মাস আগে মোঃ শহীদুল্লাহ দোকানে ফেলে যাওয়া এরফানুল হক ভাই কিছু কাগজপত্র ও তার টাকা ড্রাইভিং লাইসেন্স সহ রেখে চলে যায় ! আমি অনেকবার ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পরেও তাকে খুঁজে পাইনি! বিগত ১০ দিন আগে তার আইডি কাড'ও প্রয়োজনীয় কাগজ পত্র ফটোকপি করে, পোস্ট অফিসের মাধ্যমে' আইডি কার্ডের ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দিয়েছিলাম ! এক সপ্তাহ পরে আমাকে ফোন দেয় এরফানুল হক ! ভাইকে আজ আসতে বললাম ওর কাগজপত্র টাকা পয়সা তার হাতে বুঝিয়ে দিলাম ! সাথে ছিলেন আমার ছোট ভাই ড: হাবিবুল্লাহ ও মেজ ভাই আব্দু শুক্কুর ! তাই সকল ভাই 'বন্ধুদের কে বলব কারো প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া গেলে খোঁজ করে তার হাতে বুঝিয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল! আলহামদুলিল্লাহ, আজ অনেক ভালো লাগছে! ইরফানুল হক ভাইকে সরাসরি বুঝিয়ে দিতে পেরে!