ডিমলা উপজেলার  টেপাখরিবাড়ী ইউপি'র উম্মুক্ত বাজেট সভা 

ডিমলা উপজেলার  টেপাখরিবাড়ী ইউপি'র উম্মুক্ত বাজেট সভা 

"বাজেট সভায় অংশ করি, নিজের চাহিদা নিজেই বলি" এই শ্লোগান দিয়ে উপজেলার ৯নং টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের আয়োজনে ২০২১-২২ অর্থ বছররের উম্মুক্ত বাজেট ঘোষনা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৩১-মে) সকাল সাড়ে ১১টায় টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে সামাজিক দুরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে উক্ত ইউপি চেয়ারম্যান ময়নুল হক এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় ইউপি সচিব গৌরাঙ্গ রায় ৩ কোটি ৫ লক্ষ ৫০ হাজার ৯ শত টাকার আয়ের বাজেট উপস্থাপন করেন। এতে ৩ কোটি ৫ লক্ষ ৪০ হাজার ২ শত টাকা এবং  উদ্বৃত্ত  ১০ হাজার ৭ শত টাকা রাকা হয়েছে।

উক্ত সভায় সদস্য আরজ খান, ইয়াছিন আলী, মহিলা সংরক্ষিত আসনের সদস্য মজিদা বেগম, হালিমা বেগম ও ডিজিটাল সেন্টারের উদ্দ্যোগতা মিজানুর রহমানসহ পরিষদের সকল ইউপি সদস্য, গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত  ছিলেন।

আরও পড়ুন

×