প্রকাশিত: 01/06/2021
আজ কক্সবাজারের মান্যবর জেলা প্রশাসক প্রিয় মামুনুর রশীদ ভাইয়ের সাথে তিনটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মামুন ভাই আমার প্রত্যেকটি কথা গুরুত্ব সহকারে শুনেছেন এবং ওনার স্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বস্ত করেছেন। আমার এলাকার হযরত আবু বক্কর ছিদ্দিক( রঃ) জামে মসজিদের সংস্করণের জন্য দুই লাখ টাকা বরাদ্দ চেয়েছি আগামী অর্থবছরে ওনি দিবেন বলেছেন। ২য়- আমাদের চা-বাগান রাবার বাগান মসজিদ আর বাজারের মধ্যেখানে স্পীড ব্রেকার অথবা জেব্রা ক্রসিং দ্রুত নির্মাণ অথবা পরিদর্শনে আসার আশ্বস্ত করেছেন। ৩য় -এলাকার হতদরিদ্র অসহায়ের ত্রাণের ব্যবস্থা করবেন। কক্সবাজারের মান্যবর জেলা প্রশাসক মামুন ভাই আপনি অত্যন্ত সততা ও দক্ষতার সাথে কক্সবাজারবাসীর কল্যাণে কাজ করে যাবেন এমনটাই আশা সকলস্তরের মানুষের।আপনি অত্যন্ত ভালো মনের একজন ভালো মানুষ তা আপনার আচরণের বহিঃপ্রকাশ।মহান রাব্বুল আলামিন আপনাকে সুস্থ্য রাখুন দীর্ঘায়ু দান করুন এই প্রার্থনা আমার!