প্রকাশিত: 01/06/2021
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেকে) সভায় লক্ষ্মীপুর জেলার অন্তর্গত কমলনগর-রামগতির নদীবাঁধ প্রকল্প পাস করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (১লা জুন) একনেক বৈঠকে কমলনগর-রামগতির অব্যাহত নদীভাঙন রোধে গৃহিত প্রকল্পে স্বাক্ষর করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাংসদ মেজর (অবঃ) আবদুল মান্নান।
এর আগে ১৭মে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে তিন হাজার ৮৯ কোটি ৯৬ লাখ ৯৯ হাজার টাকা বরাদ্দের ফাইল স্বাক্ষর করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
স্থানীয় সূত্রে জানা যায়, মেঘনার অব্যাহত ভাঙনে বিলীন হচ্ছে লক্ষ্মীপুরের রামগতি-কমলনগরের বিস্তীর্ণ জনপদ। নদীভাঙনে বিলীন হচ্ছে দুই উপজেলার ৩২কিলোমিটার এলাকা। প্রতিনিয়ত জলোচ্ছ্বাসে ভাসে নদীতীরের বাসিন্দারা।
নদীভাঙন রোধে একনেকে গৃহিত প্রকল্প পাসের দাবিতে গতকাল কমলনগরের মেঘনাতীরে মানববন্ধন করেছে নদীভাঙন রোধে আন্দোলনরত সংগঠন কমলনগর-রামগতি বাঁচাও মঞ্চ।
একনেকে প্রকল্প পাসের খবরে খুশির জোয়ার বইছে ভাঙন কবলিত এলাকার মানুষের মাঝে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নদীভাঙন রোধে প্রকল্প পাসে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্টদের ধন্যবাদ দিচ্ছেন কমলনগর-রামগতির মানুষজন।