প্রকাশিত: 02/06/2021
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, নদী ভাঙ্গনরোধে দুর্নীতিবাজরাই বাঁধা। এই বাঁধা ভেঙ্গে নদী ভাঙ্গন থামাতে সুপরিকল্পিত পদক্ষেপ প্রয়োজন।
২ জুন সকাল ১০ টায় ধারার কার্যালয়ে ‘নদী ভাঙ্গন থেকে মুক্তির জন্য নতুনীয় ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। সভায় প্রেসিডিয়াম মেম্বার রবিউল আহসান খান, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নাহিদ হাসান চৌধুরী, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সকাল আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
অন্যান্য নেতৃবৃন্দ বলেন, নদী ভাঙ্গনরোধের নামে যে বাজেট দেয়া হয়, তা প্রয়োজনের তুলনায় নগণ্য। নীতিহীনদের হাত থেকে দেশকে, দেশের মানুষকে বাঁচাতে সকল দুর্নীতিবাজ এমপি-মন্ত্রী-আমলাদেরকে ‘না’ বলে এগিয়ে যেতে না পারলে আমাদের দেশের মানুষরা নদী ভাঙ্গনের মত ভয়ংকর পরিস্থিতি থেকে মুক্তি মিলবে না বলেও উল্লেখ্য করেন নতুনধারার রাজনীতিকগণ।