উখিয়ায় বন বিভাগের অভিযানে মাটি ভর্তি ডাম্পার গাড়ী আটক

উখিয়ায় বন বিভাগের অভিযানে মাটি ভর্তি ডাম্পার গাড়ী আটক

কক্সবাজারের উখিয়ায় বন বিভাগের অভিযানে মাটি ভর্তি একটি অবৈধ ডাম্পার আটক করা হয়েছে। বৃহস্পতিবার ( ৩ জুন) বিকাল সাড়ে ৪ টার দিকে উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের তেলিপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
সূত্রমতে, কক্সবাজার দক্ষিন বন বিভাগের অধীনে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী মুহাম্মদ শফিউল আলমের নেতৃত্বে ওয়ালা বিট কর্মকর্তা বজলুর রশিদ ও বনকর্মীরা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রত্নাপালং ইউনিয়নের তেলিপাড়া এলাকায় অভিযান চালায়। এসময়
সরকারি বনভুমির পাহাড় কেটে মাটি পাচারের সময় মাটি ভর্তি একটি অবৈধ ডাম্পার আটক করা হয়। আটককৃত ডাম্পারটি উপজেলা প্রশাসন কার্যালয় হেফাজতে রাখা হয়েছে।
এ ব্যাপারে রেঞ্জ কর্মকর্তা গাজী মুহাম্মদ শফিউল আলম বলেন, আটক মাটি ভর্তি ডাম্পার এবং পাহাড় কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে

আরও পড়ুন

×