প্রকাশিত: 04/06/2021
কক্সবাজার জেলায় ৪ লক্ষ ৮০ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' ক্যাপসুল, আগামী ৫ জুন শুরু হচ্ছে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন-২০২১। আগামী ১৯ জুন পর্যন্ত প্রায় দুই সপ্তাহ ব্যাপী এই কর্মসূচি চলবে।
এবার কক্সবাজার জেলার ৮ উপজেলায় ১ হাজার ৯৫১টি কেন্দ্রে ৪ লক্ষ ৮০ হাজার ৪৫৫ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' ক্যাপসুল। তারমধ্যে ০৬ থেকে ১১ মাস শিশুর সংখ্যা ৬১ হাজার ১৩০ জন। ১২ থেকে ৫৯ মাস শিশুর সংখ্যা ৪ লক্ষ ১৯ হাজার ৩২৫ জন।
বৃহস্পতিবার (০৩ জুন) সকাল ১১টায় জেলা ইপিআই ষ্টোরের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন-২০২১ উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত সাংবাদিক অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়।
সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও জানানো হয়, সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে এ বছরের জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন-২০২১ এর প্রথম রাউন্ড শুরু হতে যাচ্ছে। কর্মসূচিতে ৬-১১ মাস বয়সী শিশুকে খাওয়ানো হবে নীল রঙের ১টি করে ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া ১২-৫৯ মাস বয়সী শিশুকে খাওয়ানো হবে ১টি করে লাল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল।
সভায় সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান বলেন, একটা সময় ছিল ভিটামিন-এ'র অভাবে অনেক শিশু রাতকানা রোগে আক্রান্ত হতো। কিন্তু এখন সরকারের যুগান্তকারী পদক্ষেপের কারণে তা অনেকাংশে কমে গেছে। ভিটামিন 'এ' ক্যাপসুল ডায়রিয়া, আমাশা, হাম-রুবেলাসহ নানা রোগ প্রতিরোধ করে। তিনি অভিভাবকদের যথাযথ স্বাস্থ্যবিধি শিশুদের টিকাদান কেন্দ্রে নিয়ে যাওয়ার অনুরোধ জানান।
সভায় জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন-২০২১ নিয়ে তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সৌনম বড়ুয়া। সভা সঞ্চালনা করেন জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সিরাজুল ইসলাম সবুজ।