ফুলবাড়ীতে অনলাইন পাঠদানের বর্ষপূর্তি পালন

ফুলবাড়ীতে অনলাইন পাঠদানের বর্ষপূর্তি পালন

দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল রবিবার সরকারি নির্দেশনা অনুযায়ী করোনাকালিন সময়ে নির্বিচ্ছিন্নভাবে অনলাইন পাঠদানের বর্ষপূতি পালন করেছে বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ইন্সটিটিউট (বিএমএমআরআই)।
সকাল ৯টায় ইন্সটিটিউটের পরিচালনা পর্ষদের সভাপতি রাজেন্দ্র প্রসাদ গুপ্তের সভাপতিত্বে অনলাইনে (ভার্চুয়াল) আলোচনা সভা ও বিচিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আয়োজিত আলোচনা সভায় ইন্সটিটিউটের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শমশের আলী মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়া, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন শিক্ষক আব্দুল মান্নান, অভিভাবক সুমি ইসলাম প্রমুখ।
এতে প্লে থেকে দশম শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।
বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ইন্সটিটিউটের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম বলেন, দেশে মহামারী করোনা প্রাদুর্ভাবে সরকারি নির্দেশনা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধের ঘোষণা আসে। তারপর থেকেই আমরা নির্বিচ্ছিন্নভাবে অনলাইনে (ভার্চুয়াল) পাঠদান চালিয়ে আসছি। সাথেই অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের হোমওয়ার্ক অব্যাহত রয়েছে। এছাড়াও ম্যাসেঞ্জার গ্রুপের মাধ্যেমে নিয়োমিত খাতা মূল্যায়ন করা হয়। যেসকল শিক্ষার্থী অনলাইনে যুক্ত হতে পারেন না তাদের জন্য হ্যান্ডনোট প্রদান করা হয়। অনলাইনে পাঠদানের বর্ষপূতি উপলক্ষে আলোচনা সভা ও বিচিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

আরও পড়ুন

×