প্রকাশিত: 07/06/2021
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম ০৬/০৬/২০২১ ইং তারিখ সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয় ঘটিকায় উখিয়া থানাধীন কুতুপালং বাজারে অভিযান পরিচালনা করে শাহ আলম মার্কেটের সামনে হতে জাবের(২৯), পিতা- মৃত সালাম,মাতা- নুর জাহান, সাং-কুতুপালং, ক্যাম্প নং ডি-৪, ব্লক নং-৫৬, সাইড মাঝি- আমির খান, থানা -উখিয়া,জেলা-কক্সবাজার নামীয় একজন রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে ১০০০০ ( দশ হাজার) পিস ইয়াবাসহ আটক করে। উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জনাব মোহাম্মদ নুরুল আলম বাদী হয়ে আটককৃত ব্যক্তি জাবেরকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় উখিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।