ঝিনাইদহে মহেশপুর সীমান্ত থেকে নারী-শিশুসহ ১৬ জন আটক

প্রকাশিত: 07/06/2021

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহে মহেশপুর সীমান্ত থেকে নারী-শিশুসহ ১৬ জন আটক

ঝিনাইদহের শ্যামকুড় সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করায় সীমান্তের বিভিন্ন স্থান থেকে ১৬ জনকে আটক করেছে বিজিবি।  আজ সোমবার (৭ জুন) আলাদা দুটি অভিযানে সীমান্তের জলুলী ও নেপা গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে নারী, পুরুষ এবং শিশু আছেন।এসব ঘটনায় ৫৮ বিজিবির অধিনায়ক লে: কর্নেল কামরুল আহসান জানিয়েছেন, করোনার সময়ে উদ্বেগজনক হারে ভারত থেকে এ দেশে অনুপ্রবেশের ঘটনা ঘটছে। আর যার কারণে সীমান্তে নয়ো হয়েছে কঠোর নজরদারি। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে মহেশপুর থানায় সোর্পদ করা হয়েছে।তিনি আরও জানান, আটককৃতরা জানিয়েছেন, ভারতের সীমান্ত ও এ দেশের সীমান্তের দালালদের সহযোগিতায় টাকার বিনিময়ে তারা অনুপ্রবেশ করেন।  আটককৃতরা হলো শহিদুল ইসলাম, শিউলি আক্তার, কুলসুম আক্তার, রাসেল মাঝি, সাজ্জাদ আলী খন্দকার, সাজেদা খন্দকার , রাহাত আলী খন্দকার, ফাতেমা খাতুন, মুরাদ মোল্লা, ইসমত আরা, মাকসুদুল ইসলাম, নুর মোহাম্মদ, নিলুফা, শিল্পী আক্তার, নাজমা আক্তার এবং রওশন খান।

আরও পড়ুন

×