প্রকাশিত: 07/06/2021
ঝিনাইদহের শ্যামকুড় সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করায় সীমান্তের বিভিন্ন স্থান থেকে ১৬ জনকে আটক করেছে বিজিবি। আজ সোমবার (৭ জুন) আলাদা দুটি অভিযানে সীমান্তের জলুলী ও নেপা গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে নারী, পুরুষ এবং শিশু আছেন।এসব ঘটনায় ৫৮ বিজিবির অধিনায়ক লে: কর্নেল কামরুল আহসান জানিয়েছেন, করোনার সময়ে উদ্বেগজনক হারে ভারত থেকে এ দেশে অনুপ্রবেশের ঘটনা ঘটছে। আর যার কারণে সীমান্তে নয়ো হয়েছে কঠোর নজরদারি। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে মহেশপুর থানায় সোর্পদ করা হয়েছে।তিনি আরও জানান, আটককৃতরা জানিয়েছেন, ভারতের সীমান্ত ও এ দেশের সীমান্তের দালালদের সহযোগিতায় টাকার বিনিময়ে তারা অনুপ্রবেশ করেন। আটককৃতরা হলো শহিদুল ইসলাম, শিউলি আক্তার, কুলসুম আক্তার, রাসেল মাঝি, সাজ্জাদ আলী খন্দকার, সাজেদা খন্দকার , রাহাত আলী খন্দকার, ফাতেমা খাতুন, মুরাদ মোল্লা, ইসমত আরা, মাকসুদুল ইসলাম, নুর মোহাম্মদ, নিলুফা, শিল্পী আক্তার, নাজমা আক্তার এবং রওশন খান।