ঝিনাইদহে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশিত: 07/06/2021

ঝিনাইদহ

ঝিনাইদহে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল, খেলাধুলা করবো, সুস্থ শরীর গড়বো এই শ্লোগানকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (বালক) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব (বালিকা) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) ২০২০-২১ এর উদ্বোধন করা হয়।জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল হাই।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেলসহ অন্যান্যরা।

আরও পড়ুন

×