প্রকাশিত: 07/06/2021
ধ্রুব তারা মিউজিক কতৃক আয়োজিত ''আওয়াজ তোল গানে গানে প্রতিযোগীতায় সারা বাংলাদেশে ১০০ প্রতিযোগীর সাথে নির্বাচিত হয়েছে রাঙ্গুনিয়া উপজেলার ইছামতি গ্রামের জনপ্রিয় কন্ঠশিল্পী ঝুমুর মুৎসুদ্দি পূজা ৷ গুনী শিল্পির অর্জনে প্রশংসা জানিয়েছেন অনেক সুধীজন ৷ ভবিষ্যতে যাতে এই অর্জন অক্ষুন্ন রাখতে পারে সেজন্য রাঙ্গুনিয়া উপজেলা সহ দেশের সকলের নিকট দোয়া এবং আশির্বাদ কামনা করেছেন কন্ঠশিল্পী ঝুমুর মুৎসুদ্দী ৷