প্রকাশিত: 09/06/2021
লক্ষ্মীপুরের কমলনগরস্থ কাদির পন্ডিতের হাট উচ্চ বিদ্যালয়ের কৃতিছাত্র আহমেদ উল্যাহ সবুজ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন । তিনি বেগমগঞ্জ উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ।
মঙ্গলবার (৮জুন) সকালে উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বে থাকা কর্মকর্তাদের ভোটের মাধ্যমে তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এসময় উপস্থিত ছিলেন, কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুন নাহার, চেয়ারম্যান শাহনাজ বেগম, ভাইস চেয়ারম্যান নুর হোসেন মাসুদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সংগঠন সূত্র বলছে, আহমেদ উল্যাহ সবুজ সোনাইমুড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে এবং সোনাইমুড়ী উপজেলা অফিসার্স ক্লাবেরও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন
আহমেদ উল্লাহ সবুজ, লক্ষ্মীপুরের কমলনগরে চর মার্টিন ইউনিয়নের স্থায়ী বাসিন্দা মমিন উল্লাহর পুত্র।