ডিমলায় স্থানীয় সরকার ও প্রশাসনের সাথে জনতার সংলাপ

ডিমলায় স্থানীয় সরকার ও প্রশাসনের সাথে জনতার সংলাপ

নীলফামারীর ডিমলায় “গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহন প্রকল্পের আওতায় সরকারি নীতিমালা বাস্তবায়নে স্থানীয় সরকার ও প্রশাসনের সাথে জনতার সংলাপ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (৯-জুন) সকাল ১০ থেকে দুপুর ১ টা পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে সিপিডি ও অক্সফাম ইন বাংলাদেশের যৌথ তত্তাবধানে বাস্তবায়ন সহযোগী পল্লীশ্রী’র আয়োজনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপে জনস্বার্থে বিভিন্ন বিষয়ে মুক্ত আলোচনা হয়। এ সময় সিপিডি কর্তৃক গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন, গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহন প্রকল্পের কমিউনিটি ভলান্টিয়ার শামসুদ্দিন মিয়া। বীর মুক্তিযোদ্ধা কোরবান আলীর সভাপতিত্বে ও রি-কল ২০২১ প্রকল্পের প্রজেক্ট ফিল্ড ফ্যাসিলিটেটর গোলাম মস্তফার সঞ্চালনায় এতে বক্তব্য দেন, উপজেলা সমবায় কর্মকর্তা আলমগীর জামান, আমার বাড়ি আমার খামারের সমন্বয়কারী ও পল্লী সঞ্চয় ব্যাংক উপজেলা শাখা ব্যবস্থাপক ইমরুল কায়েস খান রুমি,পুর্বছাতনাই ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আনিছুর রহমান, টেপাখড়িবাড়ি ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা গৌরাঙ্গ রায়,পল্লীশ্রী রিপ প্রকল্প ব্যবস্থাপক (ডোমার-ডিমলা) মইনুল হক বাপ্পী প্রমুখ। এছাড়াও রি-কল‌ প্রজেক্ট ফিল্ড ফ্যাসিলিটেটর তাহমিনা আক্তার, টেপাখড়িবাড়ি ইউনিয়নের দোয়েল জনসংগঠনের সভাপতি ভরিদা পারভিন, উপজেলা যুব নেটওয়ার্ক সভাপতি ও জেলা নেটওয়ার্কের নিবার্হী সদস্য শিউলী আক্তার, গণমাধ্যমকর্মী সহ ২০ জন সিবিও নেতা এতে উপস্থিত ছিলেন৷ 

আরও পড়ুন

×