শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবীতে কমলনগরে ইসলামী ছাত্র আন্দোলন মানববন্ধন

প্রকাশিত: 11/06/2021

কমলনগর,লক্ষ্মীপুরঃ

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবীতে কমলনগরে ইসলামী ছাত্র আন্দোলন মানববন্ধন

যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কমলনগর হাজির হাট বাজারে মানববন্ধন অনুষ্ঠিত। উপজেলার শাখার আয়োজনে ১১ জুন ইং রোজ (শুক্রবার) সকাল ১০ টার দিকে হাজির হাট মধ্য বাজার এন সি সি ব্যাংকের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচি থেকে উপস্থিত নেতৃবৃন্দ জানান, সারা দেশে শিল্প কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, যানবাহন সহ সবকিছুই স্বাভাবিক নিয়মে চলছে। কিন্তু সরকার করোনা ভাইরাসের দোহাই দিয়ে একের পর ছুটি বাড়িয়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে শিক্ষার্থীদের মেধাশূণ্য করে দিচ্ছে।

তাই আমরা চাই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হোক। নেতৃবৃন্দ আরো বলেন,দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা মাদক, বাল্য বিবাহ ও অনৈতিক কাজে জড়িয়ে পড়ছে।

এতে করে দেশের প্রায় ৩ কোটি শিক্ষার্থীদের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়ার আশংকা রয়েছে। দেশে গার্মেন্টর্স, অফিস-আদালসহ সব প্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাখা হয়েছে। তাই স্বাস্থ্যবিধি মেনে দেশের স্কুল-কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানান বক্তারা।

শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে বক্তারা হুশিয়ারী দেন। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক মোঃইউনুস খাঁন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কমলনগর থানা শাখার সেক্রেটারি মোঃ মোসলেহ উদ্দিন ।

ইসলামী যুব আন্দোলন কমলনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ শোরাফ উদ্দিন স্বপন ও ইশা ছাত্র আন্দোলন কমলনগর উপজেলা শাখার সভাপতি মোঃ ইব্রাহিম খলিল। সহ-সভাপতি হাফেজ বেলাল হোসাইন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আক্কাস। প্রশিক্ষণ সম্পাদক হাফেজ আক্তার হোসেন। এবং আরো প্রমুখ দায়িত্বশীলবৃন্দ।

আরও পড়ুন

×