ঝিনাইদহে গৃহবধূ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: 13/06/2021

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহে গৃহবধূ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহে গৃহবধূ রিতু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।রবিবার সকালে সদর উপজেলার পাইকপাড়া গ্রামে এ কর্মসূচির আয়োজন করে নিহত গৃহবধূ রিতুর পরিবার ও এলাকাবাসী।মানববন্ধনে ব্যানার ফেস্টুন নিয়ে রিতুর স্বজন ও এলাকাবাসী অংশ নেয়। মানববন্ধন চলাকালিন সময় বক্তারা অভিযোগ করেন, গত ৭ জুন মাগুরা সদর উপজেলার বলেশ্বরপুর গ্রামে স্বামীর বাড়িতে থাকা অবস্থায় তার স্বামী সুমন মোল্লা ও তার পরিবারের লোকজন রিতুকে হত্যা করে। এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা হলেও আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে  রয়েছে বলে বক্তারা জানান।বক্তারা প্রশাসনের উদ্দেশ্য করে বলেন আসামিকে দ্রুত গ্রেফতার  করে শাস্তির দাবি করেন  ।

আরও পড়ুন

×