লক্ষ্মীপুরের কমলনগরে ইউপি নির্বাচনে আচরণ বিধি লংঘনের দায়ে ইসলামী আন্দোলন সমর্থিত হাতপাখা প্রার্থীর জরিমানা

লক্ষ্মীপুরের কমলনগরে ইউপি নির্বাচনে আচরণ বিধি লংঘনের দায়ে ইসলামী আন্দোলন সমর্থিত হাতপাখা প্রার্থীর জরিমানা

আচরণ বিধি লংঘন করে দুটি মাইক ব্যবহার করার দায়ে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা রিয়াজ হোসেনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। (আজ) মঙ্গলবার বিকালে উপজেলা সদর হাজিরহাট বাজারে হাতপাখা মার্কার পথসভা চলা অবস্থায় অভিযান চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) পুদম পুষ্প চাকমা। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) পুদম পুষ্প চাকমা জানান, নির্বাচনী আচরণ বিধি লংঘন করে পথসভায় একাধিক মাইক ব্যবহার করায় অভিযুক্ত প্রার্থীকে এ দন্ড প্রদান করা হলো। একইসাথে বিধিমালা অনুসরণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×