হ্যামিলনের বাঁশিওয়ালা বলেন ঈদগাঁও বাসী এমপি কমলকে

প্রকাশিত: 22/10/2019

ছানাউল্লাহ বাবুল

হ্যামিলনের বাঁশিওয়ালা বলেন ঈদগাঁও বাসী এমপি কমলকে

ঈদগাঁও থানায় রুপান্তরিত হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী ও কমল ভাইকে  অভিনন্দন বার্তা || একজন পরিশ্রমী এমপির কথা।  যাকে হ্যামিলনের বাঁশিওয়ালা বললেও কোন অংশে ভুল বলা হবে না।

তিনি আর কেউ নন,রামু কক্সবাজারের মাঠি ও মানুষের প্রিয় নেতা যাকে সংজ্ঞায়িত করতে গিয়ে রচিত হয় যেন এক একটি কাব্য রামু কক্সবাজারে মাননীয় সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি।

হ্যামিলনের বাঁশিওয়ালা যেমন জার্মানির লোয়ার স্যাক্সনির হ্যামেলিন শহরে তার বাঁশির সুরে লাখো ছেলেমেয়ে তার পিছু ছুটতে বাধ্য করেছিলেন।তেমনি সাইমুম সরওয়ার কমল এমপি যিনি তার মেধা শ্রম দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী

সফল রাষ্ট্র নায়ক মাদার অব হিউমিনিটিস খ্যাত জননেত্রী শেখ হাসিনার মন জয় করে আস্থার প্রতীক হিসাবে রামু কক্সবাজার বাসীকে দিয়ে যাচ্ছে বাংলাদেশের সর্বোচ্ছ উন্নয়ন। 

যার প্রমান বাংলাদেশের ২য় সেনানিবাস রামুতে কক্সবাজার শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম ১লক্ষ ধারণ ক্ষমতা সম্পর্ণ ফুটবল স্টেডিয়াম আন্তর্জাতিক বিমান বন্দর সমুদ্র গবেষনা কেন্দ্র রামু ফায়ার সার্ভিস স্টেশন

সর্বোপরি ঈদগাঁও কে থানায় পরিণত সহ আরো অসংখ্যা কাজ করে। কক্সবাজারের উন্নয়নের হ্যামিলনের বাঁশিওয়ালা হিসাবে আখ্যায়িত হয়েছেন।আজ ঈদগাঁও থানায় পরিণত হয়েছে সামনে আসছে নতুন চমক কক্সবাজার সিটি

কর্পোরেশন রামু পৌরসভা কমলেরা বার বার জন্মাই না একবার জন্মায়। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের মানুষের আস্তাবাজন সকলের ভালবাসার মানুষ অন্যায়ের প্রতি শক্তিশালী হাতিয়ার যুলুমের যম অসহায় মানুষের আবেদন

নীল মনি যে সব সময় শক্ত হাতে অন্যায় কে প্রতিহত করেন মাদার অব হিউমিনিটিস ভ্যাকসিন হিরো খ্যাত জননেত্রী শেখ হাসিনা ও রামু কক্সবাজারের মাননীয় সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপিকে ঈদগাঁও কে থানায় পরিণত করায়।

আরও পড়ুন

×