রামুর ক্রাইম জোন ঈদগড়ে পুলিশ না থাকায় জনগণের মাঝে আতঙ্ক

রামুর ক্রাইম জোন ঈদগড়ে পুলিশ না থাকায় জনগণের মাঝে আতঙ্ক

কক্সবাজার রামুর পাহাড়ি জনপদ ক্রাইমজোন খ্যাত ঈদগড়ে জনসাধারণ চলাচলে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।  নিরাপত্তাহীনতায় চলাপেরা করছে ঈদগড়,ইসলামাবাদ,ঈদগাঁও ও বাইশারীর প্রায় লক্ষাধীক লোকজন । 

উল্লেখ্য, বিগত সময়ে ঈদগড়-ঈদগাঁও -বাইশারী সড়কে ডাকাতি ও অপহরণের ঘটনা ঘটত ।  জানা যায় গত ৬ এপ্রিল রাতে ঈদগড়ে অবস্থিত পুলিশ ক্যাম্পের সকল সদস্যদেরকে ক্লোজ করা হয়।সে থেকে পুলিশ ক্যাম্প ও পানেরছড়া ঢালায় অবস্থিত পুলিশ বক্সটিও অরক্ষিত রয়েছে। 

বর্তমানে ঈদগড়ে পুলিশ না থাকায় এলাকার সর্বত্রে আতঙ্ক বিরাজ করছে। শঙ্কিত হয়ে পড়েছে সর্বস্থরের জনগণ । যে কোন মুর্হুতে বড় ধরণের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। 

ঈদগড় সাংবাদিক ও লেখক পরিষদ সাধারণ সম্পাদক এম এইচ আরমান শীঘ্রই ঈদগড়ে স্থায়ী ভাবে পুলিশ মোতায়েন করার জন্য পুলিশ সুপারের সহযোগিতা কামনা করছেন। 

ঈদগড় ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের আহবায়ক সাংবাদিক কামাল শিশির ও যুগ্ম আহবায়ক কামরুল আমিন ও নুরুল আমিন সওদাগড়সহ নেতৃবৃন্দরা জন দুর্ভোগ লাঘবে অতিসত্বর ঈদগড়ে পুনরায় পুলিশ মোতায়েন করার জন্য মাননীয় পুলিশ সুপার হাসানুজ্জামান সহ সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন। 

ঈদগড় সাংবাদিক ও লেখক পরিষদ সাংগঠনিক সম্পাদক সংবাদকর্মী মো: ইউছুপ জানান, অনতিবিলম্বে ঈদগড় পুলিশ ক্যাম্প স্থায়ী ঘোষণা করে জানমালের নিরাপত্তা কার্যকর করা হউক। 

ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো জানান,গত কয়েক মাস ধরে এলাকায় পুলিশ না থাকায় জনগণের অভিভাবক হিসাবে তিনি নিজেই ইউপি সদস্য,চৌকিদারসহ এলাকাবাসীকে সাথে নিয়ে জনগনের নিরাপত্তার কথা ভেবে পানেরছড়া ঢালাসহ এলাকার সর্বত্রে পাহারা দিয়ে যাচ্ছেন। 

তিনি আজ কালের মধ্যে ঈদগড়ে পুলিশ পুনরায় মোতায়েন করার জন্য মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা, সরাষ্ট্র মন্ত্রী, পুলিশ সুপার ও রামু থানা ওসি’র প্রতি এলাবাসীর পক্ষে অনুরোধ জানান

আরও পড়ুন

×