ফুলবাড়ীতে গৃহহীন ২০০ পরিবারের মাঝে জমিসহ গৃহের চাবি হস্তান্তর

ফুলবাড়ীতে গৃহহীন ২০০ পরিবারের মাঝে জমিসহ গৃহের চাবি হস্তান্তর

দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল রবিবার সকাল সাড়ে ১০ টায় আনুষ্ঠানিকভাবে উপজেলার গৃহহীন ২০০ পরিবারের মাঝে জমির দলিলসহ নবনির্মিত গৃহের চাবি হস্তান্তর করা হয়েছে।
প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প-২ এর দ্বিতীয় ধাপে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী উপলক্ষে গৃহহীন ২০০ পরিবারের মাঝে জমির দলিল ও নবনির্মিত গৃহের চাবি হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী পৌরসভার মেয়র মো. মাহমুদ আলম লিটন, উপজেলা সহকারি কমিশনার কানিজ আফরোজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হায়দার আলী শাহ, সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. নীরু সামসুন্নাহার প্রমুখ।
এ সময় উপজেলার সরকারি, বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, বিভিন্ন শ্রেণি ও পেশার সুধিজনসহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প-২ এর প্রথম ধাপে ফুলবাড়ী উপজেলায় গৃহহীন ৭৭০ পরিবার, গৃহহীন আদিবাসী ৩০ পরিবার ও উপজেলা পরিষদ থেকে গৃহহীন ২ পরিবারসহ মোট ৮০২ জন গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ বরাদ্দ দেওয়া হয়েছে। একই প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে গতকাল রবিবার গৃহহীন ২০০ পরিবারের মাঝে জমির দলিলসহ নবনির্মিত গৃহের চাবি হস্তান্তর করা হয়েছে। যারা এখন ওই জমি ও বাড়ীর মালিক হিসেবে বসবাস করবেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন বলেন, বিশ্বব্যাপী করোনা মহামারীতে বেসামাল হয়ে গেছে। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশের কোন উন্নয়ন কর্মকান্ড বাধাগ্রস্ত হয়নি। একই সময়ের মধ্যে গৃহহীনদের মাঝে গৃহ নির্মাণ ও হস্তান্তর এটি একটি সারা বিশ্বের কাছে দৃষ্টান্ত হয়ে গেছে। এমন উদাহরণ বিশ্বের কোথাও নেই। যা প্রধানমন্ত্রী নিজেই উদাহরণ সৃষ্টি করেছেন।#
 

আরও পড়ুন

×