লক্ষ্মীপুরের কমলনগরে মুজিব বর্ষ উপলক্ষে ২০০ পরিবারে জমি ও গৃহ প্রদান!

লক্ষ্মীপুরের কমলনগরে মুজিব বর্ষ উপলক্ষে ২০০ পরিবারে জমি ও গৃহ প্রদান!

কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নে চরঠিকা আশ্রায়ণ প্রকল্পে নতুন ২০০ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে নির্মিত গৃহ ও ভূমি হস্তান্তর করা হয়। এ উপলক্ষ্যে (আজ) রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ। সহকারী কমিশনার (ভূমি) পুদম পুষ্প চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাস্টার একেএম নুরুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, ইউপি চেয়ারম্যান এডভোকেট নুরুল আমিন, মাস্টার মোঃ আবুল খায়ের, মাওলানা খালেদ সাইফুল্লাহ, মুক্তিযোদ্ধা আবু তাহের, সফিক উদ্দিন, শরিফ উল্যাহ, সাংবাদিক মিজানুর রহমান মানিক, এম এ মজিদ, ইউছুফ আলী মিঠু, শাহরিয়ার কামাল প্রমুখ। মুজিব বর্ষ উপলক্ষে ২য় পর্যায়ের বিতরণ অনুষ্ঠানের ভার্চ্যুয়াল মাধ্যমে গণভবন থেকে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে কমলনগরের নদীভাঙা মোঃ নুরুজ্জামানকে ভূমি ও গৃহের কাগজপত্র হস্তান্তরের মধ্য দিয়ে ২০০ পরিবারে বিতরণ করা হয়।

আরও পড়ুন

×