প্রকাশিত: 21/06/2021
লক্ষ্মীপুরের রামগঞ্জে বলাৎকারের অভিযোগে এক মসজিদের ইমামকে আটক করেছে রামগঞ্জ থানা পুলিশ।
গতকাল রবিবার (২০ মে) সকালে ১নং কাঞ্চনপুর ইউনিয়নের পশ্চিম শেখপুরা পাটওয়ারী বাড়ীর কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আবু বকর (৯) পশ্চিম শেখপুরা বশির উদ্দিন পাটওয়ারী বাড়ীর মোঃ জসীম উদ্দীনের ছেলে।
ভুক্তভোগী জানান, আজ সকাল বেলা আমি মসজিদে আরবি পড়তে আসি। আরবি পড়ার শেষে হুজুর আমাকে তার রুমে নিয়ে যায়। তারপর আমাকে দিয়ে উনার হাত, পা, কোমর টিপায়। খারাপ কাজ করার চেষ্ঠা করে। আমার গায়ের উপর উঠে পড়ে। পরে আমি মাকে বিষয়টি জানাই।
এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি অধ্যাপক মোঃ শাহজাহান বলেন, আবু বকরের মা আমাকে বিষয়টি অবগত করেছে। আমরা বিষটি সমাধানের চেষ্ঠা করেছি। কিন্তু জনরোসে তা সম্ভব হয়নি।
পরে ঘটনার দিন বিকেলে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন ঘটনাস্থল থেকে বলৎকারে ঘটনায় অভিযুক্ত ইমামকে আটক করে থানায় নিয়ে যায়।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন বলেন, অভিযুক্ত ইমামের বিরুদ্বে থানায় মামলা দায়ের করা হয়েছে। আইনানুযায়ী আসামীকে আদালতে প্রেরণ করা হবে