প্রকাশিত: 22/06/2021
মঙ্গলবার (২২ জুন) ফুলবাড়ীয়া উপজেলার শাহাবুদ্দীন ডিগ্রী কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে ফুলবাড়ীয়া হেল্পলাইন। এসময় কলেজ চত্বরে কৃষ্ণচূড়া, পেয়ারা, চালতা ও দেশী নিম গাছ রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাহাবুদ্দীন ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক বাঁধন কুমার দাস, সিনিয়র প্রভাষক মোঃ এহসানুল হক খান, সিনিয়র প্রভাষক তপন কুমার সাহা, সিনিয়র প্রভাষক মোঃ আসাদুজ্জামান আকন্দ, সিনিয়র প্রভাষক মোঃ আব্দুল বাছির, সিনিয়র প্রভাষক মোঃ সাদেকুর রহমান, সিনিয়র প্রভাষক মোঃ আশরাফুল আলম, প্রভাষক কামরুন্নাহার (রীনা), প্রদর্শক মোঃ হেলাল উদ্দিন সহ কলেজের অন্যান্য শিক্ষকমণ্ডলী ও কর্মচারীরা।
ফুলবাড়ীয়া হেল্পলাইন গ্রুপের এডমিন প্যানেলের সদস্য জি.এম মারুফ আল সোয়াদ এর তত্ত্বাবধানে বৃক্ষরোপণ কর্মসূচিতে ফুলবাড়ীয়া হেল্পলাইন এর স্বেচ্ছাসেবক মোঃ সিফাত উল্লাহ ও জাহিদুল ইসলাম জুয়েল অংশগ্রহণ করেন।
পুরো বর্ষাকালজুড়ে ফুলবাড়ীয়া উপজেলায় ৫ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে ফেসবুক ভিত্তিক সামাজিক সংগঠন "ফুলবাড়ীয়া হেল্পলাইন" গ্রুপ।