রামু থানা পুলিশের অভিযানে তিনজন মাদক পাচারকারী আটক।

রামু থানা পুলিশের অভিযানে তিনজন মাদক পাচারকারী আটক।

রামু থানা পুলিশের অভিযানে ইয়াবা (মাদক) উদ্ধার ও মাদক কারবারে ব্যবহৃত চারটি মোবাইলসহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

অদ্য ২৪/০৬/২০২১ খ্রিঃ তারিখ দুপুর অনুমান ০৩:১০ ঘটিকার সময় রামু থানা পুলিশের একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনা করে রামু থানাধীন মন্ডলপাড়া স্বপ্নপুরী রাস্তার মাথায় এস মনিহারি দোকানের সামনে হতে গ্রেফতারকৃত আসামী ১। আব্দুল গণি (২৫), পিতা- নুর আহাম্মদ, সাং- দক্ষিন ঘোনারপাড়া, (০৭নং ওয়ার্ড), রাজারকুল ইউনিয়ন, থানা- রামু,  ২। সফিউল্লাহ (৩৮), পিতা- নুরুল হক, সাং- দক্ষিন ডিকপাড়া, পিএমখালী ইউনিয়ন, থানা- কক্সবাজার সদর ৩। মোঃ সাগর খান (২০), পিতা- জালাল আহমদ, সাং- হাসিনানগর, নারিকেল বাগান, (০৭নং ওয়ার্ড) রাজারকুল ইউনিয়ন, থানা- রামু, সর্বজেলা- কক্সবাজারগণের হেফাজত হতে ৮৫০ (আটশত পঞ্চাশ) পিস ইয়াবা (মাদক) ট্যাবলেট ও মাদক কারবারে ব্যবহৃত ০৪ (চার) টি মোবাইল সহ উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন

×