প্রকাশিত: 30/06/2021
কুমিল্ল জেলার চৌদ্দগ্রাম উপজেলার ১১নং চিওড়া ইউনিয়ন পরিষদে মঙ্গলবার সকালে ৫ শত জন দুস্হ পরিবারকে করোনায় ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে। চিওড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে চেয়ারম্যান একরামুল হকের সভাপতিত্বে মঙ্গবার সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে উপহারভোগীদের মধ্যে এসব অর্থ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার চৌদ্দগ্রাম উপজেলা সহকারি শিক্ষা অফিসার প্রদীপ চাকমা, ইউনিয়ন পরিষদের সচিব মো: রুহুল আমিন মজুমদার, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খন্দকার মোতালেব হোসেন লিটন, প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আলী হোসেন, চিওড়া ইউনিয়ন প্রবাসী সূর্য সন্তান সংগঠনের বাংলাদেশ শাখার পরিচালনা কমিটির সদস্য হুমায়ুন কবির রনি মজুমদার, চিওড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজমুল ইসলাম চৌধুরি রাব্বি। এসময় ইউপি পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বারগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।