যানবাহন শহরে ঢুকলেই প্রশ্নের সম্মুখিন !

যানবাহন শহরে ঢুকলেই প্রশ্নের সম্মুখিন !

করোনা সংক্রমণ প্রতিরোধে কঠোর লকডাউনের দ্বিতীয় দিন শুক্রবার দিনাজপুরের ফুলবাড়ী শহরের রাস্তাঘাটে মানুষের আনাগোনা কম ছিল। গণপরিবহনসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকায় জরুরী প্রয়োজনে বের হওয়া যানবাহনগুলোকে পড়তে হয়েছে পুলিশি তল্লাশি ও প্রশ্নের সম্মুখে।
    সকাল থেকেই পৌরশহরের নিমতলামোড় ছোট যমুনা ব্রিজের পূর্বে ও ঢাকামোড়ে অবস্থান নেয় ফুলবাড়ী থানা পুলিশ। কোনো যানবাহন চলতে দেখা গেলেই আটকে দেয়া হচ্ছে। পরে তল্লাসি চালানোসহ চালককে প্রশ্ন করা  হচ্ছে।  
    ফুলবাড়ী থানা সূত্রে জানা যায়, যারা মাস্ক ছাড়া ঘোড়াফেরা করছে তাদেরকে আটক করে থানায় আটকে রাখা হচ্ছে। এছাড়াও শহরের প্রবেশদ্বারগুলোতে অবস্থান নিয়ে যানবাহন আটকে তল্লাসি চালানোসহ প্রশ্ন করা হচ্ছে। 
 

আরও পড়ুন

×