প্রকাশিত: 03/07/2021
কক্সবাজার রামু উপজেলার হিমছড়ি ছোট ঝর্ণা এলাকায় পাহাড় ধসে যান চলাচল ও পথচারীদের হাঁটা-চলার বিঘ্নিত হয়েছে। সেনাবাহিনীর ৩ ঘন্টা প্রচেষ্টায় বর্তমানে চলাচল স্বাভাবিকে ফিরে আসেন।
৩ জুলায় শনিবার ভোরবেলায় হালকা বৃষ্টি হলেও পাহাড় ধসে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে যান চলাচল ও পথচারীদের হাঁটা চলার বিঘ্নিত হয়েছে। শনিবার ভোর আনুমানিক পৌনে ৫ টার দিকে এ ঘটনা ঘটে। কলাতলী ডলফিন মোড় থেকে প্রায় ৭ কিলোমিটার দক্ষিনে ছোট ঝর্ণা রামু খুনিয়াপালং হিমছড়ির এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে।
লকডাউনে বড়- গাড়ি বন্ধ থাকলেও এ সময় সড়কের দুদিকে মোটরসাইকেল-সিএনজি টমটম-অটো সহ আটকা পড়ে ১০ -১৫ টি ছোট যান বাহন। স্হানীয় কয়েকজন পথচারীদের সাথে কথা বলে জানা যায়, পাহাড় ধসের পর শনিবার ভোর সকাল ৭টা থেকে১০টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। এরপর সড়কের ওপর থেকে ধসে পড়া মাটির কিছু অংশ সরিয়ে নেওয়ার পর সীমিত আকারে যান চলাচল শুরু করা হয়।
যান চলাচল স্বাভাবিক রাখতে সেনাবাহিনী সকাকাল ৭ টা থেকে১০ টা প্রর্যন্ত মাটি সরানোর কাজে ব্যস্ত থাকতে দেখা যায়। পাহাড় ধসের ঘটনা যেখানে ঘটেছে, সে এলাকায় সড়কটি প্রস্থেও তুলনামূলক কম নয় বলে জানান চালকেরা।
আজ সকাল ১০ টার দিকে হিমছড়ি ছোট ঝর্ণা এলাকায় গিয়ে দেখা যায়, সড়কের পূর্ব পাশে প্রায় ১০০ ফুটের ও বেশি উঁচু পাহাড় রয়েছে। এই পাহাড়ের প্রায় ৭০ থেকে ৮০ ফুট অংশ খাড়াভাবে ধসে পড়েছে। এ কারণে আটকে পড়া একজন সিএনজি চালক বলেন, লকডাউনের কারণে গাড়িটি ঘুরে যে অন্য কোনো রাস্তা দিয়ে যাব তাও সুযোগ নেই। সড়কের দুই-তিন কিলোমিটারের মধ্যে সেকপোষ্ট না-থাকায় বের হয়েছি তাও শহরে ঢোকার নেই কোন সুযোগ