ওষুধ ব্যবসায়ীদের সিন্ডিকেট ফুলবাড়ীতে মিলছে না প্যারাসিটামল

ওষুধ ব্যবসায়ীদের সিন্ডিকেট ফুলবাড়ীতে মিলছে না প্যারাসিটামল

ওষুধ ব্যবসায়ীদের সিন্ডিকেট
ফুলবাড়ীতে মিলছে না প্যারাসিটামল
‘কিছু দোকানে মিললেও গুণতে হচ্ছে অতিরিক্ত টাকা’


দিনাজপুরের ফুলবাড়ীতে প্রাণঘাতী করোনার সংক্রমণ উদ্বেগজনক ভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দুই সপ্তাহ যাবত বৃদ্ধি পেয়েছে জ¦র-সর্দি, হাঁচি-কাশিসহ ব্যাথায় আক্রান্ত রোগীর। এমতাবস্থায় প্যারাসিটামলসহ বেশ কিছু ওষুধের চাহিদা ও দাম হঠাৎ করেই বেড়ে গেছে। ফলে এ উপজেলায় প্যারাসিটামলের সংকট দেখা দিয়েছে। অতিরিক্ত টাকা দিয়েও মিলছে না প্যারাসিটামল। 
    ওষুধ ক্রেতারা বলেন, বর্তমানে করোনাসহ জ¦র-সর্দি বেড়ে যাওয়ায় স্বাভাবিক সময়ের চেয়ে গত ১৫ দিনে নাপা ট্যাবলেট, নাপা সিরাপ, এইচ ট্যাবলেট ও এইচ সিরাপের কয়েক গুণ চাহিদা বেড়েছে। এর মধ্যে ৮ টাকার প্রতি পাতা নাপা বিক্রি হচ্ছে ১০ টাকায়। নাপা এক্সটেনের পাতা ১৫ টাকা, এইচ প্লাসের পাতা ২৪ টাকা এবং জি-ম্যাক্সের পাতা ১১০ টাকায় বিক্রি হচ্ছে। অনেকে থাকা সত্ত্বেও বলছেন নাই। বেশি দাম দেওয়ার কথা বললে, বিক্রেতারা বলছেন, থামেন দেখছি একটা পাতা থাকার কথা। 
    তবে ওষুধ ব্যবসায়ীদের সাথে কথা বললে তারা দাবি করেন, কঠোর লকডাউনে পর্যাপ্ত ওষুধও সরবরাহ করা হচ্ছে না। ফলে সাময়িকভাবে বাজারে কিছু ওষুধের সংকট দেখা দিয়েছে।
তবে ভুক্তভোগী ও সংশ্লিষ্টরা বলছেন, জরুরি ওষুধ সরবরাহ ও বিপণন বিধিনিষেধের আওতামুক্ত রয়েছে। তারপরেও বেশি মুনাফার জন্য অতি প্রয়োজনীয় কিছু ওষুধের কৃত্রিম সংকট তৈরি করেছেন ওষুধ ব্যবসায়ীরা।
 

আরও পড়ুন

×