করোনা পরিস্থিতি পরিদর্শনসহ খাদ্যসামগ্রী বিতরণ করলেন ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিকুজ্জামান

করোনা পরিস্থিতি পরিদর্শনসহ খাদ্যসামগ্রী বিতরণ করলেন ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিকুজ্জামান

দিনাজপুরের ফুলবাড়ীসহ তিন উপজেলার করোনা পরিস্থিতি পরিদর্শনসহ দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সেনাবাহিনীর ১৬ পদাতিক ডিভিশনের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিকুজ্জামান।
    গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় ফুলবাড়ী উপজেলার ঢাকা মোড়স্থ এলাকা পরিদর্শনসহ করোনা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন সেনাবাহিনীর ১৬ পদাতিক ডিভিশনের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিকুজ্জামান।
    এরপর তিনি বিরামপুর উপজেলার করোনা পরিস্থিতি পরিদর্শন শেষে নবাবগঞ্জ উপজেলার করোনা পরিস্থিতি পরিদর্শন করেন। পরে নবাবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে সেনাবাহিনীর নিজস্ব তহবিল থেকে ৫০ জন দুস্থের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেন সেনাবাহিনীর ১৬ পদাতিক ডিভিশনের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিকুজ্জামান। 
    এসময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর মেজর মাহি আহমেদ চৌধুরী এবং ক্যাপ্টেন মো. ইমতিয়াজ আরাফাত। এছাড়াও উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আল মামুন, ফুলবাড়ী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কানিক আফরোজ প্রমুখ। 
 

আরও পড়ুন

×