ছোট মহেশখালী ইউনিয়নের সিপাহীর পাড়ায় একজন চৌকিদারের ঘর হতে ৩৫ বস্তা সরকারি চাউল উদ্ধার।

ছোট মহেশখালী ইউনিয়নের সিপাহীর পাড়ায় একজন  চৌকিদারের ঘর হতে ৩৫ বস্তা সরকারি চাউল উদ্ধার।

ছোট মহেশখালীর ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের চৌকিদার আব্দুসত্তার ও তার ভাই মোস্তাক এর বাড়ী থেকে ৫০ কেজির ৩৫ বস্তা ভিজিএফ ও ভিজিডির চাউল উদ্ধার করা হয়। 

সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম আলমগীরের নেতৃত্বে একটি দল এই অভিযান চালিয়েছেন বলে জানা যায়। 

আজ সকালে ইউনিয়ন পরিষদ থেকে বিভিন্ন মানুষের নাম দিয়ে এই চাল নিয়ে যান চৌকিদার। পরে সংবাদ পেলে অভিযান চালানো হয়।

মহেশখালী উপজেলা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। এতে ধারনা করা হচ্ছে গরীব দুঃখী মেহনতী মানুষের জন্য সরকারের দেওয়া অনেক ত্রানসামগ্রী হরিলুট হতেও পারে। এই চকিদারকে জিজ্ঞেসাবাদ করা হওক।

আর এদিকে এদের কারনে সরকারের বদনাম হচ্ছে। সরকার প্রশুর পরিমান ত্রান দিয়েও পার পাচ্ছে না। সরকারের দেওয়া মাল  শুধু এদের  গৌডানে মজুদ হয় বলে।

আরও পড়ুন

×