করেঙ্গাতলী বাজার সৎসঙ্গ শাখার পক্ষ থেকে শ্রী শ্রী ঠাকুরের পৌত্র পূজনীয় শ্রী বাসুদেব চক্রবর্তী মহোদয়ের আশির্বানী ৷

করেঙ্গাতলী বাজার  সৎসঙ্গ শাখার পক্ষ থেকে শ্রী শ্রী ঠাকুরের পৌত্র পূজনীয় শ্রী বাসুদেব চক্রবর্তী মহোদয়ের আশির্বানী ৷

করেঙ্গাতলী বাজার  সৎসঙ্গ শাখার পক্ষ থেকে শ্রী শ্রী ঠাকুরের পৌত্র পূজনীয় শ্রী বাসুদেব চক্রবর্তী মহোদয়ের আশির্বানী ৷

পাহাড়ী কন্যার দেশ রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত করেঙ্গাতলী বাজার ৷যূগাবতার শ্রীশ্রী   ঠাকুর অনুকূল চন্দ্র শাখা  গঠন করে সৎসঙ্গের প্রচার  এবং প্রসারে কাজ করে যাচ্ছে ৷শ্রী শ্রী ঠাকুরের শ্রীমন্দির নির্মানে সকলের সহযোগীতা প্রার্থনা   করেছেন সভাপতি শ্রী শেফাল দে এবং  সম্পাদক শ্রী রাজু বসাক ৷শ্রী শ্রী ঠাকুরের পৌত্র পূজনীয় শ্রী বাসুদেব চক্রবর্তী মহোদয় সকলে একত্রিত হয়ে শ্রীমন্দির নির্মান তথা সাংগঠনিক    কার্যক্রম পরিচালনার উদাত্ত আহবান জানিয়েছেন ৷

আরও পড়ুন

×